যতোটা সময় হয়ে যায় ক্ষয় সম্মান পেতে ছুটে
বর্ধিত সে ভ্রমে, বিনা পরিশ্রমে শ্রদ্ধা নাই জুটে
যতো লালসা যতোটা আশা মন মাঝে হয় জমা
দিবসের শেষে হতাশার রেশে করে না আর ক্ষমা
ব্যর্থতার দিন বাড়ায় যে ঋণ সে ঋণ হয় গলগণ্ড
জীবনে যে বর রয়ে যায় পর সবকিছু করে পন্ড
সদা সমূলে সাধনাকে ভুলে যে চায় ভালোবাসা
শুধু পরিশেষে হতাশাই এসে হয়ে যায় সর্বনাশা
পেতে যদি হয় প্রতিটি সময় মানুষের শ্রদ্ধা, প্রেম
ন্যায় ও সুপথে বীরত্ব হিম্মতে সাধনাই হোক ফ্রেম
কর্ম সাধনায় যে শ্রদ্ধা পাওয়া যায় হয় তা অমূল্য
যোগ্যতাবলে যে সম্মান ফলে সে সম্মান অতুল্য।