লোকমুখের অসীম তারিফ গুণ হিসেবে যায় গোনা?
লোকের কথায় কয়লা কভু বদলে গিয়ে হয় সোনা?
গুণ বেগুণের হিসেব করে ক'জন করে বন্দনা?
বিদঘুটে তোর স্বভাব তবু লোকে বলে 'মন্দ না'!
তোমার গুণের বিচার পাবে শুধু লোকের অর্পণে?
গুণ বিচারে বিবেকটাকে মেলো মনের দর্পণে।
বিবেক মাঝেই আদালত এক প্রশ্ন করো তারে
তোমার মাঝে গুণের বসত সে কি বুঝতে পারে?
লোকের কথায় এ ধরা 'পরে গুণী কে হয় শুনি?
তোমার কর্ম, তোমারই বোধ করে তোমায় গুণী।