অন্তরালে যে প্রতিভা থাকে, পর্দা সরে না যার
সে প্রতিভাকে প্রতিভা বলে না, মূল্য নেই তার।
কর্মে-সাধনায় যে প্রতিভা কেউ তুলে নাই ধরে
সুপ্ত সে প্রতিভা শীর্ণ হয়ে লুকিয়ে থেকেই মরে।  
আবৃত যে প্রতিভা লাগে না কাজে, ভিতরেই রয়,
সে প্রতিভার জন্মানোটাই বৃথা, আঁধারে পরাজয়।
প্রতিভার একভাগ প্রেরণা আর বাকিটা পরিশ্রমে  
জীবনে নেমেছে বিজয়ধারা, ভুলোনা তাকে ভ্রমে।
প্রতিভাবান ব্যক্তি মহাসম্পদ পুরো বিশ্ব মাতৃকার
দীপ্ত প্রতিভায় সাজায় এ ধরা, তুলনা হয়না তার।