যে শিক্ষা পুস্তকগত সে শিক্ষা অক্ষম অতি, জানো।
পারে না গড়তে মানুষ, দেহ-মন-রুচিঘাতী, মানো।
নিরানন্দ শিক্ষা গড়ে না সুস্থ মানব, অসুস্থ হয় মন,  
ছকে বাঁধা শিক্ষা দিয়ে হয় না প্রকৃত সুষম উন্নয়ন।
দিনে দিনে ছাত্রের দল কন্ঠস্থ করে যা যা আবশ্যক,  
মুখস্থ বিদ্যা কোন বিদ্যাই নয়, সেতো বড় নিপীড়ক।    
পাঠের গন্ডি-ছকেতে বাঁধা থেকে যায় না কিছু শেখা
সুরাষ্ট্র, সুসমাজ, সুমানুষ গড়ে না, নামে পড়ালেখা।  
যে পাঠে ছন্দ নেই, আনন্দ নেই, নেইকো স্বাধীনতা  
সে পাঠে যে মুক্তি নেই, আছে জড়তা আর অধীনতা।