মূর্খের ভাষ্য শোনার চেয়ে জ্ঞানীর তিরস্কারই ঢের ভালো
জ্ঞানই আনন্দ, নির্জনতার সঙ্গী, জীবন মাঝে ব্যাপ্ত আলো।  
অজ্ঞতার বুকে ছড়ানো আলো যেনো আঁধারকে দূরে ঠেলে
যে জ্ঞান গাঁথে না আকাশকুসুম, সেই জ্ঞানেতেই সুখ মেলে।
যে জ্ঞানফল পাকেনি এখনও ব্যবহার করতে যেও না তারে
ফল শুভ হবে তার নিশ্চয়তা নেই, মন্দ ফলই ফলতে পারে।