করাল গ্রাসে করে যাও সব আপনার কুক্ষিগত,  
আগে পিছে নেই ভাবনা যা কিছু হোক হতাহত,
অন্যসকল অনলে পুড়লে তোমার কী'বা আসে?
তোমার সুখে অন্য লোকের দুচোখ জলে ভাসে।  
আপনার তরে মগ্ন যে থাকে মানুষ সে তো নয়,      
অপরের তরে সর্ব সম্প্রদান যে মানুষের পরিচয়।  
বিশ্বমানবের হিতসাধন করে এমনই মানুষ ভবে  
মরণের পরেও শত কোটি কাল অমর হয়ে রবে।