অযোগ্যতায় পূর্ণ যে লোক হয় যদি সে ব্যর্থ
অযুত কারণ খোঁজে সে যে, বচনও তার দ্ব্যর্থ;  
অজুহাতের পাহাড় গড়ে লুকোয় তারই পিছে  
ব্যর্থ লোকদের বহর গুনে শান্তি খোঁজে মিছে।    
কাজের কাজী নয় যে জন কথায় সে জন পটু,  
কথা দিয়ে অক্ষমতা ঢাকে, হোক সে পথ কটু।
অযোগ্য লোক নিজেরে ঢাকে অতিকথার বর্মে;
যে পারে সে করেই দেখায়, প্রমাণ নিজ কর্মে।