অসুস্থ সমাজ বলে তারে যে সমাজের মানুষজন
চিন্তা, কর্মে ঢের অসুস্থ ; বিচার-বোধে অচেতন।  
নেই নিয়মের বালাই কোনো, ভূপাতিত শৃঙ্খলা  
রোজ বইয়ে দেয় অস্থিরতা; ন্যায়নীতি নিষ্ফলা।
তেমন মানুষ পাবো কবে চিন্তাধারায় যারা ঠিক
অসুস্থ এই সমাজটাকে দেখায় সুস্থ ধারার দিক?