ঝলমলে সব পোশাক ঘেরা চকচকে ঐ রূপ
হাজার চোখে চমক আনে হৃদয় ছোঁয়ার ধূপ।
দৃষ্টি কাড়া দেহ সৌষ্ঠব, মন কাড়া সেই ভঙ্গী  
এ সমাজের মানবগুলোর চলার পথের সঙ্গী।  
দৃষ্ট খুঁত দেখিয়ে দিলে বেশ করে যায় ফোঁস,
সবাই যেনো নিপট খাঁটি, একটুও নেই দোষ!
নিজের খুঁত নিজ চোখে হয়তো দেখা যায় না,
চাঁদেও অন্ধকার থাকে মানতে সবাই চায় না।