কার ঘরেতে ধনের পাহাড় কতো উঁচু হলো
সেটার খবর জানতে তুমি সদাই ছুঁটে চলো!
হয় না তোমার এমন ছোঁটার গতি কভু শেষ    
দেখতে চোখে অন্য লোকের নামীদামী বেশ।      
দাপিয়ে বেড়াও দিবসনিশি খুঁজতে মনোহরে    
সুখ, আনন্দ যাচ্ছে বয়ে কোন সে ঘরে ঘরে।        
অন্য লোকের সুখে তোমার ব্যথায় ভরা মন
একটুও সুখ দেয় না পেতে, জ্বালায় সর্বক্ষণ।
পরের শ্রীতে কাতর যে জন, হিংসানলে জ্বলে
শেষ সময়ে মরে সে জন লোভের জাঁতাকলে।