হিংসায় যে জন ভরেছে মন নিজ অতৃপ্তি বহনে
একটা সময় ঠিক সে পুড়েছে কঠিন আত্মদহনে।
অপরের ক্ষতি চেয়ে যার মতি খুঁজছে তৃপ্তি সুখ
আপন ক্ষতিতে কাঁদবে সে শেষে বইবে মহাদুঃখ।
আজ অন্যের দুঃখে হাসছে যে জন ঠাট্টারই ছলে
কাল তার পুরো ললাট জুড়ে অসীম ঘৃণাই ফলে।
অপরের কপাল অনলে পুড়িয়ে পায়না কেউ বর,
বিধাতার শাপে কেবলই পুড়ে সেই হিংসুটের ঘর।