শিক্ষা দীক্ষার আলোয় যে জন ঝলমল করে মনে
কর্মেতে তার ফুটন ধরে সেই আলোক প্রতিক্ষণে।
প্রাণেতে যার ঘ্রাণই ছড়ায় পূর্ণ শিক্ষার বারিধারা
মানুষের মাঝে সে ঘ্রাণ ছড়ায় সদাচরণের দ্বারা।
জন্মেতে কে মহান অতি- কী যায় আসে তাতে?
মহত্ব বুঝি তাঁর আচরণ দেখে সর্ব জনের সাথে।
মহান ব্যক্তির ব্যক্তিত্ব বুঝি তাঁর মুক্ত, বড় মনে
সদা অমায়িক, আন্তরিক যিনি ছোট ব্যক্তির সনে।