চাতুরীর সাগর বক্ষে যে ভাসিয়ে ভেলা
বিশ্বাসীর রূপ ধরে খেলে মিথ্যের খেলা
বড় প্রতারক তারেই বলি, নিকৃষ্ট অতি;  
বিশ্বাস নিয়ে সে করে বিশ্বাসেরই ক্ষতি।
বিশ্বাস ভাঙছে যে লোক করে অভিনয়
তার জন্যে থাকে না কভু শ্রদ্ধা, বিনয়।
চরিত্রের রঙ বদলায় যার সময়ে সময়ে
তার জীবনে পর্দা নামে আত্মঘাতী হয়ে।
যার অন্তর জুড়ে শুধু ছলচাতুরীর কালো
তেমন মানুষের চেয়ে পশুও বেশ ভালো।