অজ্ঞ যে লোক মানে না সে অজ্ঞ বেওকুফ সে বড়,
এমন লোকের সঙ্গে না চলে তাকে পরিত্যাগই করো।
অজ্ঞ যে লোক নিজেকে অজ্ঞ মানে সে লোক সরল,
তাকে শেখানো যায় অনেক কিছু, নেই কিছু গরল।
জ্ঞানী তারে বলে যে জানে- সে জানে কতো কিছু!
জ্ঞান পেতে হলে বুদ্ধিমানে চলে সেই লোকেরই পিছু।
জ্ঞানী ব্যক্তি প্রদীপসম ছড়ায়ে জ্ঞানের আলোর শিখা
মানুষের মাঝে মনুষ্য আনে ললাটে আঁকে রাজটীকা।