উচ্চ শিক্ষার অগণ্য সনদে ভরে গেছে যার ঝুলি
যথা সম্মানে সর্বখানে তারে সবার উপরে তুলি!
অসীম অর্থে, বিত্ত-বৈভবে ছেয়ে গেছে যার ঘর
মাথা নত করে কুর্ণিশ করে মানি তারে শক্তিধর!
পেশী ভরা বল, গলাতে সবল, বচনে যে ভারী
সমাজের লোকে সর্বজ্ঞানে মানে তারই খবরদারি!
ভাবের দর্পে পা দুটি যার ছোঁয় না ভবের মাটি
তার পদতলে সকল অঞ্জলি, তাকেই ভাবি খাঁটি!
অন্যের কাঁধে ভার তুলে দিয়ে যে জন গর্ব করে  
হাজার জনের প্রশংসা বান যায় সে জনের তরে!
শিক্ষার সনদ, ধনদৌলত, পেশী শক্তির বহর সব
দেয় কভু নিশ্চয়তাঃ তারা গড়তে পারে সুমানব?
শিক্ষিত, ধনী, শক্তিধর হলেই মানুষ হয় না যে;
কে মানুষ আর কে অমানুষ, বুঝবে তার কাজে।