ছন্দে ছন্দে আবেগের দোলায় অমৃত স্বাদ ছেয়ে
শব্দের সাথে শব্দের গাঁথুনি ভাবনার পথ বেয়ে
কল্পনার রঙে রাঙিয়ে যখন অন্তর ছোঁয়া রেশে
পাঠকের মনে লাগায় দোলা ভাবনার সন্নিবেশে
তখন তারে কবিতাই বলে; কবিতাতে সম্মোহনী
ভাবমাধুর্যে সকল শব্দের খেলা আনন্দ জাগরণী।
কবিতা সৃষ্টি কবি মানসের ভিন্ন ভাবের উদয়ে,
শব্দ যদি কবিতা হয়, তার উৎস কবির হৃদয়ে।