ছেলের হাতের মোওয়া এ নয়; এ নয় কোনো খেলা,
যথেচ্ছাতে ভাসাবি ফানুস, ছাড়বি জলে সখের ভেলা।
এ নয় মনের ইচ্ছে ঘুড়ি নাটাই হাতে উড়াবি তাকে,
নয় তো কোনো রঙ্গিন লাটিম ঘুরাবি শুধু ঘূর্ণিপাকে।
ভাবিস যদি নিছক কথা, কিম্বা কোনো কাগজের ফুল
সর্বকালের নির্বোধ হয়ে বুঝবি শেষে সব ধারণা ভুল!
সাহিত্য এক মহান সৃষ্টি, এ নয় কাগজ কলমের খেলা,
ইচ্ছার ঘুড়ি, সৌখিনতাও নয়; নয় ক্ষণিকের শব্দমেলা।
নব জীবনের ভিত্তি সে যে, প্রেরণা যোগায় সর্ব কাজে;
সাহিত্য হলো জীবনের প্রকাশ, মুক্ত দীপ্তি জীবন মাঝে।