যে কভু দেখে না চতুর্ধারে ফেলে দুই চোখ,
বুঝতে চেষ্টা করে না কভু দুঃখ ব্যথা শোক;
যে জানে না অন্তর্লোকে কী ভূতি করে বাস,
যে জানে না ঠিক কীসে হয় কীসের প্রকাশ;
যে খোঁজে না প্রকৃতির মাঝে নিহিত সে সুখ
স্নিগ্ধ পরশে যে প্রশান্তি এনে ভরে দেয় বুক;
যে দেখে না কোন সে নেশায় ভ্রমরের টানে
বাহারি রঙে ফোটে ফুল সব মধুময় সুঘ্রাণে;  
যে পাতে না দুটি কান শুনতে পাখিদের গান,
যে জন বুনে না কখনো স্বপন আকাশ সমান;
আপনারে বিলায় না যে অপর মানুষের তরে,
ভাবে না অন্যকে নিয়ে, শুধু থাকে বন্দি ঘরে;
যার হৃদয়ে দেয় নি দোলা গগন, বিহঙ্গ, নদী;
প্রকৃতি, পরিবেশ, সমাজ ছোঁয়নি এখন অবধি;
একান্তে যে দেখে নি চেয়ে পূর্ণ চন্দ্র, রক্ত রবি
সে ব্যক্তি হতে পারে না কভু সাহিত্যিক, কবি।