কোন যে সুতোয় গাঁথলি মালা পড়ছে সে যে ছিঁড়ে!  
কোন মন্ত্র জপে ছাড়াস যে ভূত ঠিকই আসে ফিরে!
কোন ভূমিতে উঠাস তোর ঘর ভাঙছে ক্ষণিক বাদে!
কোন দিকে তোর বইছে তরী খেয়াল আর আহ্লাদে!
কোন আরশে নোওয়াস মাথা জানিস নে তার কিছু!
কোন নসীবের আশায় ছোটিস কোন নসীবের পিছু?
কোন সে খোদার রহম আশে কোন সে খোদাপানে?
কোন ভরসায় ঠেকাস মাথা কোন সে দু'আর বানে?


অলক্ষ্যে বেয়ে জীবনতরী কে খুঁজে পায় সঠিক কূল?
খেয়াল-খুশির প্রমোদতরীর এদিক ওদিক দুইই ভুল।
শোকরোদনে ভাসায় সে চোখ যে মানে না বোধটারে,
জল দেখে যে দেয় নারে ঝাঁপ জলই তার প্রাণ কাড়ে।