গগনচুম্বী ভবনগুলো করলো আড়াল আকাশ ঐ,
মুক্ত ডানার পাখিগুলো দেখারইবা সুযোগ কই?
হরেক রঙের হাজার বাতি জ্বললো ঐ রাজপথে,
চাঁদের আলোর দর্শনভারী, পূর্ণিমার কেল্লাফতে।
যানবাহনের ধোঁয়ার বিষে হাওয়ার এ মরণকাল
আটকিয়ে দম বুকের মাঝে প্রাণাবস্থা টালমাটাল।
উজাড় হলো বৃক্ষ তরু উজাড় হলো শীতল ছায়া,
বাস বসতির যাঁতাকলে অক্কা পায় প্রকৃতির মায়া।
সজীবতা আছে প্রাণহীন হয়ে, যান্ত্রিকতা শহরময়,
যান্ত্রিকতায় ছেয়ে গেলে সব সেটা কি সভ্যতা হয়?
এ শহরের বাঁধানো ছকে হাত বাড়ালে সবই পাই,
বস্তুবাদী সব বিলাসিতা আছে, প্রকৃত সভ্যতা নাই।