কী যায় আসে লোকের কথায়? কী যায় আসে তাতে?
অভাবেই তোমার স্বভাব নষ্ট! অতি নিদারুণ হাভাতে।  
একমুঠো ভাত দেয় নাতো কেউ যখন তার মুখে তুলে  
উদরের তীব্র যন্ত্রণা আঘাত হানছে তার চরিত্রের মূলে।  
ক্ষুধার চরিত চায় না বুঝতে এই মানব চরিত্রের ভাষা,
মানব চরিত্র চলে গেলে হায় শেষ হয় যে সকল আশা।
যে মানবের পেটে হরহামেশাই ক্ষুধার তীব্র অগ্নি জ্বলে
সে মানবের মাঝে সতচরিত্র কীভাবে আশা করা চলে?