ঘরের কোণে থাকলে বসে মাড়কশারই মতো  
চরিত্রবান হয় নাযে কেউ, হয় যদি তাও ক্ষত।
বদ্ধ দ্বারে থাকলে ঘরে যায় না দু'চোখ বাইরে
সে চোখেতে ঘর ছাড়া আর অন্য কিছু নাই রে।
রাখলে মানব সমাজ দূরে, থাকলে পড়ে একা
যায় নাতো আর মন্দভালোর দৃশ্যগুলো দেখা।
একা হয়ে রয় যে জন তার চরিত্রে শক্তি নাই,  
চরিত্রবল সৃষ্টিতে তাই সবার সাথে মেশা চাই।