কে বললো কী কী কথা
আমায় বলো ভাই
এছাড়া যে আর কিছুতে
তেমন মজা নাই।
কোনটা সত্য, কোনটা মিথ্যা
লাগবে না তা জানা
কথার সাথে লাগিয়ে কথা
বাড়ুক কথার ডানা।
কথার শিকড় কে খোঁজে আর?
বাড়ুক কথার ডাল,
ঘটনা হোক রটনা হোক,
হোক না সে কুটচাল।
কথা শোনার মানুষ বেশি
কাজের মানুষ কম
করলে শুরু বললে কথা
নেয় নাতো আর দম।
বাড়ির কথা, হাঁড়ির কথা,
কথা হরেক রকম,
কথার প্যাঁচেই বেহুশ লোকে
হৃদয়ে তার যখম।
কর্মে পটু যে জন সে তো
করে দেখায় কাজ,
অকর্মা সে কথা দিয়েই
আড়াল করে লাজ।
বঙ্গদেশের মানুষ কবে
কথা ছেড়ে রবে?
কথায় না মত্ত থেকে
কাজের পাগল হবে?