না জেনেও ভান করে যে সবকিছুকে সেই জানে
অজ্ঞতা তার যায় না সরে, অজ্ঞতারই বান আনে।
জেনেও যে মানে না তা অজ্ঞ থাকাই তার ভালো
যেখানে নেই জ্ঞানের কদর সেখানেতে রয় কালো।
জ্ঞান-সাধক হয় না যে জন সত্য খুঁজে পায় না সে  
আঁধার মাঝে ডুবে ডুবে আলোতে আর যায় না সে।
জ্ঞান শক্তি, জ্ঞান আলো; যে বোঝেনি জ্ঞানের মূল্য
অজ্ঞতায় তার বসবাস যেনো কারাবাসের সমতুল্য।