শিক্ষাদীক্ষা-পান্ডিত্যের যে খ্যাতিতে হয় বস্তুবাদের সন্ধী
সে খ্যাতি যে অখ্যাতিসম; সে যে রয় আপন স্বার্থে বন্দী।
ধন-দৌলতে এনেছে যে খ্যাতি, দেউলে হলেই তা শেষ!
বন্ধু মহলে সময়ের খ্যাতি! হতে পারে সেটাও নিরুদ্দেশ।
সুবচনে সু-আলাপনে যে খ্যাতি তোমার ঝুলি মাঝে জমে
গলার ব্যথায় বয়সের ভারে দিনে দিনে সে খ্যাতিও কমে।
পোশাকী খ্যাতি কতো কাল আর! পোশাক খুললেই নাই;
অলংকারের অহংকারে যে খ্যাতি তাও হয় দুঃসময়ে ছাই।
তোষামোদ স্রোতে এসেছে যে খ্যাতি থাকে তা ক্ষণকালে;
সময় হলে জড়াবে নিষ্চয় নিদারুণ হতাশা, কষ্টের জালে।
সাহিত্য সাধনায় যে সুখ্যাতি আসে তা যায় না কভু ক্ষয়ে;
তা সাহিত্যিককে চিরস্মরণীয় করে রাখে মানুষের হৃদয়ে।