কারো অতীত জেনে কী লাভ বলো? বর্তমানই জানো,  
দিবালোকের মতো উজ্জ্বল অতি- সেটাই তবে মানো।
বলতে যদি হয় কথা তবে বলো তার সব জেনে বুঝে
শুধু শূন্য হাওয়ায় পিটিয়ে চাবুক কী ফল নেবে খুঁজে?
যা জানো না তা বলতে যেওনা, বাড়বে বালাই তাতে।
যা জানো তুমি তাই শুধু বলো স্থান-কাল-পাত্রের সাথে।
অপ্রয়োজনে যে থেকেছে নীরব খোলে নি জবানখানি
প্রয়োজনের তরে বলেছে কথা সেই তো প্রকৃত জ্ঞানী।