যতোটা পারো আশা রাখো মনে, দুরাশাকে নয়
দুরাশায় দুঃখ বাড়ে, জীবন গতিমূলে ধরে ক্ষয়।
নৈরাশ্যবাদীরা মানুষ মধ্যে দেখে না কোনো গুণ,
মানুষের মাঝে দেখে পেঁচার মুখ, আঁধার দ্বিগুন।  
অপ্রয়োজনীয় যে দুরাশা ঘুরোনোকো তার পিছে
অযথা দুরাশায় নিকট সৌভাগ্যও হয়ে যায় মিছে।
আলো পেয়েও রয় অন্ধ যে জন, তত্পর অন্ধকারে
নৈরাশ্যের জালে আটকায়ে সে জন কাতরায় পরে।  
আশাভঙ্গের আকাশের মেঘ যতোই হোক কালো,
বেদনা-বিষাদ কেটে একদিন ঠিকই আসে আলো।