তোমার বিশ্বাসঘাতকতায়
বিদেশিদের নাগপাশে কাটিয়েছি
দীর্ঘ ১৯০ বছর পরাধীনতার শৃঙ্খলে।


তোমার হঠকারীতায়
শোষকের বিষদাঁতে আটকে ছিলাম
পুড়েছি যাতন নিপীড়ণ যন্ত্রণার অনলে।


বিদেশী শোষকের হয়েছে অবসান
নিপাত যায় নি তো স্বদেশী শোষকেরা
অক্টোপাসের মতো আটকে আছে দুর্নীতির পোষকেরা।


এখনও ভিন্ন ভিন্ন নামে আছে মীরজাফরের দল
জনদরদ, জনসেবা- সবই তো লোক দেখানো ছল।


* আজ ঐতিহাসিক ২৩ জুন।


১৭৫৭ সালের ২৩ জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে সংঘটিত যুদ্ধে প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার কারণে নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন। তারপর ১৯০ বছরের শোষণ, নিপীড়ণ, নির্যাতনের ইতিহাস সবারই জানা।


১৭৫৭ সালের ২৩ জুন স্মরণে আমার এই কবিতাটি লেখা।


* এখনও আমরা স্বাধীন নই। নব্য মীরজাফরেরা এখনও অনায়াসে  শোষণ, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছেন।