কতো যে যাতনা সয়ে
বুকেতে জড়ায়ে লয়ে
রেখেছিলে স্নেহ মায়ায়।  


কোলেতে শুইয়ে রেখে
আদর ও সোহাগ মেখে
রেখেছিলে মাতৃছায়ায়।


দুঃখ ব্যথা কষ্ট পেয়ে
দুচোখের অশ্রু বেয়ে
পড়েছে বিছানার 'পরে


নিদ্রা ভুলেছো কতো!
আয়েশ হয়েছে হত,
রাখোনি আলাদা করে।


আঁচলে রেখেছো ধরে,
রেখেছো মাথার 'পরে
রেখেছিলে চোখে চোখে।


কী স্নেহের টানে মাগো
এখনও যে ধরে রাখো,
সে টান বুঝবে না লোকে।


নাড়ির বাঁধনখানি
সবচে শক্ত জানি
তোমাকে দেখলেই বুঝি।


দেখলে তোমার মুখ
পাই যে অপার সুখ
তোমাতেই স্বর্গকে খুঁজি।


এ বুকে বেঁধেছে বাসা
জননীর ভালোবাসা
মাতৃত্ব সর্বকাল জয়ী।


সারা জীবনের বিনিময়
মায়ের কি মূল্য হয়?  
মা যে অতুল্য মমতাময়ী।