ন্যায়বিচার চাইছে যে জন
অন্যায় তারে ঘিরে
বেঁচে থাকার আশাটুকু
দিচ্ছে না আর ফিরে,  
দ্বারে দ্বারে বিচার চেয়ে
ফিরছে যখন ঘরে
গ্লানি যাতন, হয়রানিটা
আস্টে পিস্টে ধরে।
নিপীড়িত জনই ভোগে
অপবাদের জ্বালা,
মুখোশ পরে অত্যাচারী
সাজে ভোলাভালা।
বিচারহীন এই সমাজে
ভুক্তভোগীর ভয়-
লোকলজ্জা ঢাকতে শেষে
জীবন দিতে হয়।  
নির্যাতিত জনই যখন
পড়ছে ট্রেনে কাটা,
এ সমাজের সভ্য মুখে
মারি তখন ঝাঁটা।