ঐ যে দেখিস দূরের আকাশ ওটাই আমার ঘর
এই বসুধার বাঁধন ছুঁড়ে মন হয়েছে পর
যা যা নিয়ম চতুর্দিকের সব করেছে ভঙ্গ
মন কেড়েছে আকাশচূড়া, ছুঁড়ে ফেলে অঙ্গ
যে কাঠামোয় দেহ ধরে সেটা অসাড়, শুন্য
রূপ মোহিনীর আকাশ জুড়ে ছেয়ে গেছে পুণ্য  
সেই পুণ্যের রঙমহলে খেলছে এ মন খেলা
স্বর্গীয় সুখ আমাকে ছোঁয় সেথায় সারাবেলা
ঐ আকাশেই চঞ্চলা মন চিরটাকাল থাক
মাটির দেহ মাটির পটেই পচে ক্ষয়ে যাক।