আয়টা তোমার হয়তো অনেক কম,
হতে পারে স্বল্প সুখের দম,  
অর্থ কিম্বা বিত্তে বেহাল দশা
পিঠের উপর দিচ্ছে দুঃখ কষা,
চুলোর উপরে চড়ে নাকো হাড়ি,  
ভাঙ্গা চালের ভাঙ্গাচোরা বাড়ি,  
রোগা ভাগা জীর্ণ শীর্ণ দেহ,  
আপন করে ভাবে নাতো কেহ,  
পোড়া কপাল শুধুই মারে কিল,  
দেখে পথে কেউবা মারে ঢিল,  
বিড়াল গেলে, ইঁদুর ঢুকে ঘরে,  
ভাঙ্গা ঘরে বৃষ্টি এসে পড়ে,
বর্ষা কালে বন্যাতে যায় ভাসি  
তোমার মুখের এক চিলতে হাসি,  
চোখের কোণে চিন্তা হয়ে জল
শুধুই ঝরে, ফলে না তার ফল,  
হতাশ তুমি ভাবো বসে একা
দেবে কবে ভাগ্য মাতা দেখা,  
অপমানের চরকাখানা শুধু
ঘুরিয়ে তোমায় করছে যেন ধূধূ,  
তোমার মতো দুর্ভাগা কেউ নাই
লুকিয়ে থাকো ঘরের কোণে তাই,  
আয় যা করো সৎ পথে তা
খুলছে না যে সুখের খাতা?
অভাব তোমার সকল দিবস রাত,  
অনেক কষ্টে জুটছে শুধু ভাত?
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থাকে,
তুমি ঘুরো কষ্ট নদীর বাঁকে।
তবুও তুমি হতেই পারো সুখী,
নওতো তুমি তাদের মতো দুঃখী
অনেক থেকেও চাচ্ছে আরও যারা,
আসল দুঃখী হচ্ছে কেবল তারা,
তোমার হয়তো অর্থ বিত্ত নাই,
সততাটা কম যে কিসে ভাই?
নীতিহীনে সুখী হয় কজন?
নীতিবানের নীতিই হলো ধন।
তোমার আছে এমন কিছু,
যা তাদের কাছে নাই,
তুমিই তবে প্রকৃত সুখী
মনে রেখো, ভাই।