রূপোর বসনে যামিনীর বুকে  
শয়ন তোমার সুখে, মহাসুখে
হে শুক্লপক্ষের রাণী,
দাও আমার সব বাঁধন খুলে
তোমার কাছেই দু’হাত তুলে
প্রার্থনা করি পাণি।
আয়ত উজ্জ্বল হে প্রিয় চাঁদ
সন্ধ্যা হতে রাত্রি
তোমার পানে আমার স্বপন,
ভাবনা হয়েছে যাত্রী।  
ধীরে ধীরে তুমি দিগন্ত থেকে
উঠে যাও মধ্য গগণে,
অধীর দু’চোখে দেখি যে তোমায়
অবাধ কামনা লগণে।
সুখের কথা বলেছি তোমায়
বাজিয়ে হৃদয় বীণা,
বুকের ভিতর লুকানো দুঃখের  
কথাও জেনেছো কি না।
এ জগত ভুলিয়ে দাও গো আমায়
ভরিয়ে তোমার মায়া,
তোমার আলোতে অভিস্নাত হোক
আমার মন ও কায়া।
দুঃখের বন্ধু, বিষাদের সাথী
থেকো গো আমার সাথে,
কাছে নাও মোরে আপন করে
এমনও জোসনা রাতে।