সব চলছে উল্টো পথে
পাল্টে ধরাধাম;
চোর বলছে ধর্মকথা,
ভূতের মুখে রাম!  
কে বলবে উচিত কথা?
বলতে গেলেই “থাম!”
উচিত কথা বলতে মানা,
চোখ থেকেও সাজো কানা,
সবখানেতে জবাইখানা,
নেই জীবনের দাম,
হচ্ছে হিসেব উলটপালট,  
হচ্ছে বদল নাম!
বলছে চোরে ধর্মকথা,
ভূতের মুখে রাম!
বর্ণচোরা সাজছে সাধু,
সাজছে নানান রুপে,
ধর্ম যেন তারই কেনা
হাজার ধুনা-ধুপে।
বিবেকহীনের দর্প  দেখে
কাঁপছে মানবকুল,
শূন্য কলস বাজছে বেজায়,
করছে হুলস্থূল।
অকাজেতে পটু যারা
তারাই কুড়োয় নাম।
সব চলছে উল্টো পথে
পাল্টে ধরাধাম;
চোর বলছে ধর্মকথা,
ভূতের মুখে রাম!