দু’জোড়া নয়নের মিলিত স্বপন
কাছে এসে মিলে যাওয়া প্রণয়ের ক্ষণ
প্রত্যাশার আড়ম্বরে নিশীথ জীবন
রাতের গভীরে খুঁজে ফেরা অনিন্দ্য আনন্দ
প্রতিটি নিঃশ্বাসে মাখা মিলনের ছন্দ।  
গভীর থেকে গভীরে পাড়ি দেয় রাত
প্রেমময় আবেগে রাখা জোড়া হাত  
আরেক জোড়া আবেগাপ্লুত হাতে,  
কামনার একবিন্দু মধুর উষ্ণ জল
মিশে যায় আরেক বিন্দুর সাথে।
ভিন্ন উৎস হতে উৎসারিত দুই বিন্দু জল
একটি পূর্ণ বিন্দুর জাগরণে বড়ই অটল।
সঞ্চারিত বাসনার যোজিত মিলন
প্রতি ক্ষণে চেয়ে দেখে অন্য রণন।  
প্রাণীজ এক কুঠুরিতে জীবনের ঘ্রাণ,
ধীরে ধীরে জেগে ওঠে একটি নতুন প্রাণ।