হৃদয়ের ক্যানভাসে আঁকা মোনালিসা তুমি,
অকপট হৃদ্যতায়
অকিঞ্চিৎ অনুরাগে অশরীরী,
তবু যেনো আল্পনায় রাঙা এক মৃণ্ময়ী।
অজস্র রঙ, সহস্র তুলিতে আঁকি দিবারাত্র
তোমার ঐ চন্দ্রবদন, দুধে-আলতা গাত্র।
তোমারি কায়ায়
নিষ্পাপ মায়ায়
রঙ বুনে বুনে তুলি অপরূপা প্রেয়সী।
আমি ভিঞ্চি নই, নই কোন পিকাসো,
নই কাইয়ুম-কামরুল-আবেদীন,
তবুও আঁকি বিরামহীন
তোমারই ছবি।
অগণিত মুহূর্ত ভাবি অবিরত
কোন রঙ বেশী মানাবে তোমায়।
জলরঙ, তেলরঙ, পেন্সিলে আঁকি,
দীঘল কালো কেশ, ডাগর কালো আঁখি।
এতো রঙ, এতো পট-তুলি!
এঁকে যাই তোমাকে, যাই সব ভুলি।
করেছি শুরু সেই যৌবনে,
এখন এক দুর্বল পৌঢ় আমি,
আজও আঁকি, একটুও না থামি।
তোমারেই এঁকে যাবো প্রেয়সী আমার,
বলো, কতো রঙ লাগবে ওরূপে তোমার?