মসজিদে তুই আল্লাহ্‌ খুঁজিস? ভগবান মন্দিরে?
কাজ ছেড়ে তুই সারাজীবন করিস কতো ফন্দিরে!  
দুহাত তুলে দুনিয়া ভুলে কতো জনেই রহমত চায়,
রহমতের পাহাড় বুঝি শুধু ধর্মালয়েই পাওয়া যায়?
শুয়ে বসেই কাটাস যদি কেমনে রে বল পাবি ধন?
গতরটারে না খাঁটিয়ে কেউ পেয়েছে আল্লাহ্‌র মন?
অলসভাবে থাকলে বসে কাঁদলেও সে শুনবে না,
পরিশ্রম না করলে জানিস, সৃষ্টি হিসেবেও গুনবে না।
চাপড়িয়ে গাল চিরটি কাল যতই দুষো অদৃষ্টরে,
লাভ হবে না, জেনো সেটা, ভাগ্য তোমার সৃষ্ট রে।
শ্রমের জোরে ভাগ্য ঘোরে, শ্রম দিয়ে যাও, পাবে ফল,
কপাল জোরে কেউ জেতে না, সবই হলো কর্মফল।
মনের ভিতর থাকলে রে পণ, কর্মই যদি হয় স্বভাব,
আজকে ঘাটের শ্রমিক হলেও, হতেও পারিস কাল নবাব।  
যুগে যুগে জাত চিনিয়েছে শুধু রে ঐ কর্ম জোর,
অকর্মারা নিশিই দেখে, দেখে না আর আলোর ভোর।  
পরিশ্রম বিনে কে জিতে বলো ডুবে থেকে শুধু ধর্মে?  
পরিশ্রমী পায় বিধাতার বর, সফল হয় ভালো কর্মে।