যুগে যুগে এ ধরণীর বুকে মানুষ দেখেছে মেলা
বর্বরতা দিয়ে হয়নি তো বন্ধ বর্বরতার খেলা।
প্রাণের বদলে প্রাণই ঝরেছে, রক্তের বদলে রক্ত  
বুকের পাঁজর দলিয়ে কেবল খুনই হয়েছে শক্ত।  
আঁধার দিয়ে যায়নি তো ঘোচা কোনও আঁধার-কালো
দহনে কেবল ছাই-ই উড়েছে, হয়নিতো কিছু ভালো।      
লাশের স্তূপ কেবলই গড়েছে মৃতপুরী-শ্মশান–গোরস্থান    
জাগেনিতো কভু সেখান থেকে সভ্যতা আর মানব প্রাণ।  
অসভ্যতা দিয়ে কে পেরেছে বলো গড়তে কোনও সভ্য দেশ?
অস্ত্র পারেনি শান্তি ফেরাতে, কেবলই করেছে জীবন শেষ।
শত্রুতা বাড়িয়েছে শত্রু সংখ্যা, মিত্র হতে আসেনি কেউ,    
হিংসা বিদ্বেষ ছড়িয়ে কেবল ঝরিয়েছে চোখে জলের ঢেউ।  
কামান-গোলাই হয়েছে কেবল কামান-গোলার জবাব,
কতো সিংহাসন মুচড়ে পরেছে, ধ্বংস হয়েছে নবাব!  
কতো সাম্রাজ্য পতনই দেখেছে বিধ্বংসী যুদ্ধ ফলে  
কতো সমাজ আর কতো যে নগরী মিশে গেছে ধরাতলে!  
যুদ্ধক্ষেত্রে লুটিয়ে পড়ে গেছে, কেহ হয়েছে ছিন্নভিন্ন,      
যুদ্ধ কেবল পতনই এনেছে, রেখেছে ক্ষতের চিহ্ন।
বিধবা হয়েছে কতো শত নারী বেদনা গিয়েছে সয়ে।
বুক চাপড়িয়ে কেঁদে গেছে মাতা সন্তানহারা হয়ে।  
ভাইহারা কেউ করেছে মাতম, উন্মাদ হয়েছে পিতা,  
মরেও অনেকে পায়নি কবর, জ্বলেনি অনেক চিতা!
কতো মৃতদেহ হয়েছে লোপাট, খেয়েছে শকুন-চিলে,
লাশের পাহাড়ে করেছে উৎসব নির্মম সবে মিলে।  
দাম্ভিক খুনি সিসেস্কু বলো, হিটলার, হেনরি, মুসোলিনি,    
ফেরাউন, চেঙ্গিস তলিয়ে গেছে, ক্ষমতা থাকেনি চিরদিনি।
দমন-পীড়ন, খুন করে করে কতো মানুষ করেছে সাফ
আইয়ুব-ইয়াহিয়া ধিক্কৃত হয়েছে, মানবতা করেনি মাফ।    
যে জালিম শোষণ-পেষণ করে পাপকে করেছে জমা
পরিশেষে তার পতনই হয়েছে, বিধাতা করেনি ক্ষমা।