যখন তোমার চিন্তাগুলো শুধুই এলোমেলো
যখন কোনো দূর অজানায় চাহনিকে ফেলো
যখন তুমি না পাও বুঝে কোনটা হবে ঠিক
হঠাৎ হঠাৎ চলার পথে হারিয়ে ফেলো দিক
যখন তোমার স্বপ্নগুলো নানান রঙে ভরা
ঘুমের মাঝে শুধুই যেনো এপাশ-অপাশ করা
হাত বাড়িয়ে যখন তুমি কাউকে ডাকো কাছে
কোন যেনো এক ব্যাকুলতা আঁকড়ে ধরে পাছে  
যখন তোমার আশার ঢোলক বিষম জোরে বাজে
লাগাম হারায় চাওয়াগুলো, মন বসে না কাজে
হৃদ মাজারে আপন করে বাঁধতে তাকে চাও  
যখন তুমি কল্পনাতে কাউকে কাছে পাও।  
মনের ভিতর আসে যখন কৃষ্ণচূড়ার ফাগুণ,
হয়তো ভাবো কে লাগালো ঝলকে উঠা আগুণ।
যখন বইয়ের পাতায় পাতায় কারো ছবি ভাসে
অপলকে তাকিয়ে থেকে থেমে থেমে হাসে
যখন তুমি সেই হাসিতেই হারিয়ে তোমায় ভাবো
কল্পনার এই মানুষটাকে সত্যি করে পাবো?  
বুঝবে যখন মন ভ্রমরা খুঁজছে শুধু মৌবন,  
প্রেমের আগুণ জ্বলছে মনে, ভর করেছে যৌবন।