অশিক্ষিত হলেও তিনি সর্বজনীন নেতা, সবখানেতেই দাপট থাকবে তার,
স্কুলে যার পা পড়েনি তিনিই চালান স্কুল-কলেজ-ভার্সিটি আর কতো সেন্টার!  
ছাত্র-শিক্ষক, কর্মচারী কিম্বা শিক্ষার হর্তা-কর্তা তার কথাতেই চলবে সবাই,
উপর তলার সমর্থনে তিনিই হবেন সভাপতি, তার কথাতেই সব হবে তাই।
শিক্ষা এখন ব্যবসা যে তার লাভটা হবে বেশি, তাই ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়াও,
শিক্ষার মান হচ্ছেটা কী? সেটা বড় কথা নয়, প্রশ্ন তুললেই তাকেই এখন তাড়াও।
নিজের সন্তান বিদেশ গেছে, পড়েছে সেথায় আরামে, এখানে যাচ্ছে ঘটে ঘটুক,
স্বেচ্ছাচারী নেতার মতে চলবে যে কাজ, কান দেবেনা যতো ব্যাঙ্গ, কুৎসাই রটুক।
শিক্ষার নামে হচ্ছে ব্যবসা, বলার তো কেউ নাই, তাই নেতা ব্যবসাই যাবে করে,
শিক্ষা তো নাই, শুধু সনদ বিক্রি, উচ্চ ডিগ্রিধারী বেকার তাই থাকছে বসে ঘরে। ১৬০  
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনেকেই যায়, ঘুরেই বেড়ায়, কেউ চায় না শিখতে!
উচ্চ শিক্ষার সনদ থেকেও অনেকেই পারে না নিজের নামটাই ঠিক মতো লিখতে।
বড়লোক বাবার পকেট থেকে ঝরছে টাকা বৃষ্টির মতো, সন্তান কী শিখছে সেথা?
ব্যস্ত পিতামাতা নেয় না সে খোঁজ, সন্তানেরও সে চিন্তা নেই, শুধু দুরস্ত এক কেতা।
হাল ফ্যাশনই শিখছে শুধু, শিখছে না আর কিছু, আদব-কায়দা হয় না এখন শেখা,
দেশে কোনও কাজ না হলে, বিদেশ যাবে, সেথায় গিয়ে যদি বদলায় ভাগ্যের রেখা।
যারা গরীব, উচ্চ শিক্ষা পায় না তারা, পরছে ঝড়ে মাঝপথে তাই, হচ্ছে দিশেহারা,
কেউ হচ্ছে কলের শ্রমিক, কেউ যাচ্ছে কারখানায়, কারো হতে হয় শুধুই ছন্নছাড়া।
কেউ কেউ ফের চোর হচ্ছে, করছে ছিনতাই, প্রতারণা, কেউ করছে ডাকাতি ও খুন,
যে শিক্ষায় মানের অভাব, সে শিক্ষায় দায়েরও অভাব, সমস্যা তাই বাড়ছে বহুগুণ।  ১৭০
শিক্ষার নামে শুধু বাড়ে কুশিক্ষা-অশিক্ষা, টাকায় কেনা সব শিক্ষার সনদ ভাসে,
বইয়ে ছোঁওয়া না দিয়েও ভালো ফলে তাই অনেকেই নির্বোধের মতো হাসে।
অলি-গলি-আঁকাবাঁকা পথ, ফ্ল্যাটে-প্লটে সব স্কুল-কলেজ-ভার্সিটিতে গেছে ভরে,
শিক্ষক নেই, পড়াশোনা নেই, পরীক্ষাও নেই! তবুও সনদ মিলছে কিলবিল করে!
যেখানেই যাও, যেদিকেই তাকাও, দেখবে পুস্তকহীন বিদ্যা আর মানসহীন দেহ,
লক্ষের নেই ঠিক শুধু ছোঁটা দিগ্বিদিক, কী হবে? কী করবে? জানে না তো কেহ।
প্রকৃতি এখন লাগে না ভালো, নিরেট বিজ্ঞান-প্রযুক্তি রেখেছে ঘরে বন্দি করে সব,
মানুষে মানুষ মিলে নেই খোশগল্প, নেই ভালোবাসাবাসি, নেই সাড়া, নেই কলরব।
শিশু-কিশোর বুঝে না কৈশোরের দাম, বদ্ধ প্রযুক্তি মাঝে, ভার্চুয়ালেই তার পৃথিবী গড়ে,
মান-মনের কোনও বিকাশ নেই, নেই চিন্তার বাড়, অলীক ভাবনা রাখছে তাকে ধরে। ১৮০