টাকা এখন মানুষ মাপের মানদণ্ড, যন্ত্ররূপী মানুষগুলো ঘুরছে সদা চাকার মতো  
উপার্জনের পথ যাই হোক, দু’হাত ভরে কামাও টাকা, জমাও দৌলত অবিরত।  
বুদ্ধি বিবেক পাশ কেটে আজ দু’হাত ভরে থাকুক টাকা- এটাই যেনো মূল মন্ত্র।  
বাড়ি-গাড়ি-বিলাসিতা লক্ষ্য এখন সব মানুষের, জীবন জুড়ে শুধুই ধনতন্ত্র।  
উপড়ে ওঠার সিঁড়িগুলোয় ফেলতে চায়না পায়ের ধুলো, সকলে চায় উড়তে সবার আগে,  
ঘড়ির কাঁটাও আস্তে ঘোরে, মানুষ ছোটে আরও জোরে, যেভাবে হোক টাকাই আসুক বাগে।  
ভালো-মন্দের ভেদ না বুঝে, সবাই শুধু যাচ্ছে খুঁজে কীভাবে যায় লাফিয়ে ওঠা দ্রুত,
হোক না নীতির দাফন-কাফন, হোক না বোধের নিদ্রা যাপন, ঘুচুক বাণী প্রতিশ্রুত।
দেশপ্রেমের সমাধি হোক, না খেয়ে থাক দেশেরই লোক, পকেটভরে থাকুক শুধু টাকা,
দেশের রত্ন পাচার করে আসুক কোটি টাকা ঘরে, চোরাকারবারিটা লক্ষ্যেতে হোক রাখা। ২১০
যে পথে হোক, যেভাবে হোক ব্যবসা হলেই হলো, টাকা সে হোক না যতোই কালো,
লাভ যদি হয় হাজার গুণে, কে তবে আর নীতি শুনে? বুঝতে হবে কীসে নিজের ভালো।  
রাতবিরাতে পাপের পথে ব্যবসা চলে, ভেজাল পণ্যে ঠকিয়ে মানুষ আয়েতে নেই বাধা,
উপরমহল খুশি রেখে সব পাপটাই যাবে ঢেকে, বছরশেষে কর দিলে কালোই হবে সাদা।
পাপের পথে কামিয়ে টাকা রাজার হালে যাচ্ছে থাকা, সমাজেতে দিচ্ছে সবাই দাম।
হিতাহিতের জ্ঞানটা ভুলে টাকাই শুধু আনছে তুলে, পথের আবার কিসের ডান-বাম?
কালোবাজারি পশুর হাটে, সড়ক-রেল-নদীর ঘাটে, চক্র করে চলছে কালোবাজার,
ব্যবসার মাঠে কালোবাজারি জিম্মি করে চলছে সবই, লুটে নিচ্ছে টাকা শত হাজার!
আইন প্রয়োগে দেখবে যারা মুখে কুলূপ এঁটে থাকেন তারা, এসব দেখতে বুঝি মানা!
বিক্রি হয়ে টাকার কাছে তারাই থাকেন বসে পিছে, উপরি পেয়ে সাজতে পারেন কানা!  ২২০