জীবনে নিয়ন্ত্রণ নেই মানুষের! প্রযুক্তি প্রভু সেজে করে মানুষের নিয়ন্ত্রণ!
জীবনে রসবোধ নেই, সারল্য-সহানুভূতি নেই, প্রযুক্তি ফেলছে গিলে মানব প্রাণমন!  
ছুটছে ভার্চুয়ালের পিছে, বই পড়া ভুলে গেছে, ভালো আর লাগে না কাব্যকথা-রাইম,
'সামাজিক যোগাযোগ' বলে কতোজনে নানা ছলে দিনরাত করে যায় সাইবার ক্রাইম।  
কে যে কার সাথে উন্মাদনায় মাতে, কুটচালে চোরে আর চোরে হয় মাস্তুত ভাই  
সে হিসেব মেলা ভার, তাই তো সব পাপাচার বাড়ছে দিনে দিনে, সীমানা তো নাই।
বিবেকটা পিছে রেখে, ডান-বাম নাই দেখে, বেহিসেবী ব্যবহারে প্রযুক্তিমালা,
প্রকৃত শান্তিটাই পুড়ে হচ্ছে ছাই, সভ্য সামাজিকতাহীন সমাজ দেখে শুধু জ্বালা,  
প্রযুক্তি ঢাকা খামে সামাজিক বন্ধনের নামে বিলীন হচ্ছে বোধ-লজ্জা-শরম-হায়া,  
মানুষের খোলসে যারা নয়তো মানুষ তারা, নির্বোধ যন্ত্র যেনো শুধু দুই-পায়া। ৫০০
প্রযুক্তি প্রভাবে স্বভাব যেখানে মানের অভাব, নেই খেলাধূলা, নেই কায়িক শ্রম,
দিনরাত বসে বসে ডিভাইস বাটন কষে বিবেক হারিয়ে যায়, ভর করে ভ্রম।
করছি শেয়ার কথা, ছবি, গান, সিনেমা, রাখছি উপলক্ষের কতো শত নোটও,
ভার্চুয়ালে ঘুরে জানি পৃথিবী জুড়ে! বাস্তবে নিজের পৃথিবীটাই করছি যে ছোট,  
দূরের লোকেদের কাছে এভাবে আনতে আছে? সত্যি কি আসে কাছে কেউ?
দুঃখ ভুলতে যেয়ে থাকলে প্রযুক্তি নিয়ে, শেষে দেখো বহে সেই দুঃখের ঢেউ,  
যে ভালোবাসা ছিলো পাশাপাশি থেকে, হাতে হাত রেখে মুখোমুখি চোখে,
সে ভালোবাসা প্রযুক্তিতে কে পায় বলো? আশাবাদী মন ভরে হতাশার শোকে।
নির্ভেজাল আড্ডবাজি ক'জনে করে আজি, একাকীত্বে হারায় বাকযন্ত্রের ক্ষমতা,  
নিজেকে একলা করে ডিভাইসে থাকে পড়ে হারাচ্ছে মানবতা, হারাচ্ছে মমতা। ৫১০


(চলবে)