টাকার কাছে বিকিয়ে বিবেক খাচ্ছে যারা দেশ,  
স্বভাব রুচি ঘুচিয়ে কালোয় থাকছে যারা বেশ,  
লুটে সুযোগ নিজের তরে আখের গোছায় যারা,
যাদের গ্রাসে নিঃস্ব মানুষ হক অধিকার হারা,    
পদ, ক্ষমতা আঁকড়ে যারা করে সাগর চুরি,  
হাভাতেদের ভাত না দিয়ে ভরে নিজের ভুঁড়ি,  
ঘরে লাগায় হাজার বাতি দেশ আঁধারে ঠেলে,  
বিলাসিতায় থেকে যারা দেশটা নিয়ে খেলে,
জনতাকে শোষণ করে বাড়ায় নিজের ভাগ,  
নিপীড়িতের বুকের উপর বসায় চাবুক-দাগ,
রাজনীতির নামে যারা চোখেতে দেয় ধূলি,
গণতন্ত্র রক্ষার নামে ঝরায় ফাঁকা বুলি,  
নীতিকথা বলে যারা নিজেই ভাঙ্গে আইন,
তাদের বলি, এই তো বুঝি হচ্ছে বদল লাইন।  
বুর্জোয়ারা জাগলে তোদের মুখোশ দেবে খুলে,
জালিমেরও পতন আছে, যাসনে তোরা ভুলে।  
যাদের পেটে মেরে লাথি ভুঁইফোড় যাস বনে,  
তারাই তোদের ধরবে চেপে জেগে ওঠার ক্ষণে,  
যাদের কপাল ছাই করেছিস ভাগ্য নিয়ে কেড়ে,  
পালাবারও পথ পাবি না আসলে তারা তেড়ে।
শোষিত লোক উঠলে ক্ষেপে কীসে পাবি বল?
লেজ গুঁটিয়ে পালিয়ে যাবি অত্যাচারীর দল?    
হাতগুলিরে উঁচিয়ে তখন চাসনে তোরা মাফ,  
অমন পাপীর নেই যে ক্ষমা, হলেও স্বয়ং বাপ।  
এই জনগণ জাগছে জানিস, বুঝছে তোদের ছল,  
সকল সময় পায়নি তো পার অত্যাচারির দল।  
তোদের পতন হবেই হবে, দিন আছে হাতগোণা,
এ দেশ হবে জনগণের, ভরবে সবুজ-সোনা।
যে দিন তোদের পতন হবে পরবি গলায় ফাঁসি,
উঁচিয়ে মাথা জাগবে এ দেশ, দেখবে জগতবাসী।