শুদ্ধ, সহজ, সরল কথা গুলিয়ে ফেলি আগে,
সরলরেখ পথটি অনেক আঁকা বাঁকা লাগে।
পশ্চিমের ঐ সূর্য বুঝি পূবেতে যায় অস্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র  স্বার্থকেও ভাবি বেজায় মস্ত।
ঝলমলে সব দিনের আলোয় খুঁজি রাতের কালো,
মন্দ ভেবেই তৃপ্ত যে হই হোক না যতই ভালো।
ধর্মেরে আজ ছিটকিয়ে নাক ছুঁড়ে ফেলি দূরে,
মস্ত বড় মস্তকে সব মন্দ চিন্তা ঘুরে।
রীতিনীতি সমাজ সংস্কার আজ মনে হয় মেকী,
মানুষ ভরা জগতটাকে নিজের স্বার্থে দেখি।
অর্থই আজ যায় উপরে, বিবেক থাকে তলে,
পেশীর জোরে এই না ভবে সকল কর্ম চলে।
স্নেহ, মায়া, মমতা আজ আস্তাকুঁড়ে বন্দী,
সকল মন্দ মিলে যেনো আঁটছে সকল ফন্দি।
সভ্যতা আর সভ্য যে নেই, সব ভরেছে ভুলে,
হিংস্র পিশাচ ভর করেছে এখন মানবকুলে।