তুমি আকাশ হলে, আমি হবো পাখি
হলে তুমি গুঞ্জন, আমি ডাকাডাকি।  
বাতাস হলে তুমি, আমি হবো ঝড়,
সবুজে সাজলে তুমি আমি পত্তর,
তুমি যদি নদী হও স্রোত হবো তার
তুমি ঝর্ণা হলে আমি তো পাহাড়।
বৃষ্টি হয়ে দেখো আমি ভেজা আল্পনা,
স্বপ্ন হলে তুমি আমি হবো কল্পনা,
রাত্রি হলে তুমি, আমি তার কালো,
তুমি প্রত্যূষ হলে, আমি হবো আলো,
তুমি বিপ্লব হলে, আমি জয়গান,
পুষ্প হলে তুমি আমি হবো ঘ্রাণ।
হও যদি কবিতা, আমি তার ছন্দ,
সুখময় হলে তুমি, আমি মহানন্দ।
দু'নয়ন তুমি হলে আমি যে কাজল,
থমকে দাঁড়ালে তুমি আমি যে অচল।
যেটাই হওনা তুমি, সাথে আমি আছি,
সকাল-সন্ধ্যা-রাত সদা কাছাকাছি।