তোমার অভাব, মন্দ স্বভাব, আছে যে সব কালো,  
কোন জিনিসে টানছে পিছে- তুমিই জানো ভালো।
কোন কারণে, কোন সময়ে মন্দ তোমায় টানে,
তুমি ছাড়া সে সব ভালো বলো কে আর জানে?
কোন সে রিপু, কী অনুভব বাঁধছে তোমায় আজ,
খুঁজবে কেনো অন্য কেহ? সেতো তোমার কাজ।
লোকে লোকে শুধিয়ে যাবে মানুষ তুমি কেমন?
ভিন্ন জনে বুঝবে কী আর! বলবে যেমন-তেমন।
আইন আদালত সালিশ করে করবে তুমি ঠিক
মানুষ তুমি ঠিক আছো কি? ঠিক আছে কি দিক?
মানুষ তোমায় ভাবুক মহান, মানুক জ্ঞানীগুণী,
নিজের কাছে কেমন তুমি? বলো তো ভাই শুনি।
নিজের বিবেক সামনে রেখে প্রশ্ন করো তারে,
সে ছাড়া আর তোমার বিচার কে করতে পারে?  
নিজ বিবেকের আদালতে দাড়াও প্রতি দিন,  
শুধাও তারে মানুষ তুমি মহান কিনা হীন।
মানুষ যতোই মহান ভাবুক, অন্তরে দিক ঠাঁই,
বিবেকখানা লোপ পেলে আর মানুষ তুমি নাই।
যেটাই করো, যেটাই ভাবো, বিবেকটারে আগে
নাও শুধিয়ে একাজে তার ঠিক না বেঠিক লাগে।
তোমার বিচার তুমিই করো বিবেক আদালতে,
বিবেক কভু ভুল করে না, চলায় সঠিক পথে।
বিবেকহীনের জ্ঞান থাকে না যখন যা তা করে,
শেষ বেলা সে ভুল বুঝে তাই শুধুই কেঁদে মরে।
সব কিছুতেই বিবেকটাকে সদাই ধরে রাখো,
যতোটা কাল বাঁচবে ভবে মানুষ হয়ে থাকো।