প্রত্যূষের গগনে দেখি
ঝলকে উঠা আলোর মুখ,
নতুন সূর্য উঁকি মারে,
চিঁরে যায় দিগন্তের বুক।
ঘুমন্ত দেহগুলোর মাঝে
জেগে ওঠে প্রাণ।  
জাগরিত উর্বীর বুকে
লাগে বাতাসের ঘ্রাণ।
জীবিকার খোঁজ দেয়
শক্তি দুটি পায়ে।
থাকতে হবে বেঁচে
তাই বল আসে গায়ে।
খোলা জানালা পেরিয়ে
আলো আসে ঘরে।
কামনা-বাসনাগুলো
ফের কিলবিল করে।
স্রোতস্বিনীর বুকে লাগে
শত সহস্র ঢেউ,
কেউ দেখে চেয়ে,
দেখে না কেউ কেউ।
কোলাহলে দিন শেষে
আলোর হয় পতন,
রাত্রি এসে ছেয়ে যায়
ঠিক আগেরই মতন।
যা সব চলছিলো আগে,
এখনও চলে তেমনেই
আমিও চলি সময়ের সাথে,
শুধু তুমিই পাশে নেই।