অথৈ নোনা জলে মেটেনা তো তেষ্টা,
বিশৃঙ্খল নিদ্রার করেছি অক্লান্ত চেষ্টা।  
স্বপ্নের রাজ্য হয় ভেঙ্গে আলুথালু,
আশার চূড়া মচকে হয়ে যায় ঢালু।  
সুখের হাতছানি যেনো মরিচিকা এক,
এক স্বপ্ন ভেঙ্গে যায়, দেখি স্বপ্ন আরেক।
বুকে আশা বেঁধে পাই নব্য এক মাত্রা,
অজানা গন্তব্যের টানে ফের করি যাত্রা।  
আছড়ে আছড়ে পড়ে অগণিত ঢেউ
যাত্রী আমি চলি একা, পাশে নেই কেউ।
উত্তাল ঢেউ লাগে ছোট তরণীর গায়ে,
হৃদয়ে কাঁপন লাগে, কাঁপি হাতে পায়ে।  
কোথায় পৌঁছাবো শেষে জানিনা তা আমি,  
কোথায় থামবে এ তরী জানেন অন্তর্যামী।
হতাশার আগুনে পুড়ি, তবু বুকে আশা বাঁধি,  
হয়তো হবো জয়ী, নয়তো হবে সলিল সমাধি।