রাগ-বিরাগে উদাস মনে ঘরের কোণে বসে
কতো প্রহর পার হয়েছে, হিসাবটা যাই কষে।  
বসন্ত পার হলো অনেক, এখনও মন ফাঁকা,
এমন বিরান মন নিয়ে আর ক’দিন যাবে থাকা?
দুচোখ ভরা স্বপ্নগুলো আর কতো রয় দূরে?
আসবে না কি সত্যি হয়ে আমার কাছে উড়ে?
দু’হাত আমার বাড়িয়ে দিয়ে তোমার পথ চেয়ে
কতোটা কাল থাকবো এমন দুঃখ বেয়ে বেয়ে?
বিষম লাগে সময়গুলো, বেড়েই চলে চাওয়া,
তবে কি আর এই জনমে হবে নাকো পাওয়া?  
উদাস দুটি চোখের কোণে সদাই ঝরে জল,
এতোদিনের স্বপন দেখার ফলবে নাকি ফল?  
মনের ভিতর জমা কথার যাচ্ছে বেড়ে ভার
একা একা এমনটা ভার বইবো কতো আর?
আশায় আছি, আসবে কেহ আপন হয়ে কাছে,
বলবো তারে মনের ভিতর যতো কথা আছে।
আপন হয়ে আসো যদি, রাখবে মাথা বুকে,
বুকটা দেবো স্বর্গ করে, থেকো সেথায় সুখে।  
হাঁটু গেঁড়ে বসে আছি, হাতে গোলাপ ফুল,
আমায় গ্রহণ করো যদি হবে না তা ভুল।
ফুলের মতোই মনটা আমার ভালোবাসায় ভরা,
মনের সাথে মন মিলিয়ে যায় না কি এক করা?
প্রতিজ্ঞা এই করছি আমি, ধরো যদি হাত,
আপন হয়ে পাশে রবো সকল দিবস-রাত।
তোমার তরে বইয়ে দেবো ভালোবাসার ঢেউ,
আমার মতো ভালো তোমায় বাসবে না আর কেউ।
বুকের মাঝে আগলে রেখে রাখবো সুখে ভবে,
এমন ভালোবাসা নিতে কেউ কি আমার হবে?