আমি পুতুল নই
তবু তোমার সুতোয় বাঁধা পড়ে ধেই ধেই নাচি,
আমি তো নই পরগাছা,
তবু তুমি না থাকলে মরি, তুমি থাকলেই বাঁচি।
নই সার্কাসের কোনো সঙ,  
তবু যেভাবে নাচাও নাচি মেখে কতো রঙ!
আমি নই প্রহরী কোনো,
তবু তোমাকে পাহাড়া দেই, দম নেই যেনো।
নই তো কোনো কাপুরুষের জাত,  
তবু তোমার কাছে কেনো হই সদা কুপোকাত!
আমি নই ফেরারী আসামী,
তবু কেনো, কার ভয়ে কাঁপি আর ঘামি?
আমি নই সম্পদময়,  
তবু তোমার তরে দুহাতে শুধু বিলাতেই হয়।
নই আমি ভীরু, হীন, নই তো অসাড়,
তবু কেনো ভয় হয় শুধু হারাবার?
দেহে আছে প্রাণ, নেই শ্বাস নিজে,
তবু আমি জানি, তুমি বিনে মৃত লাগে কী যে!  
আমি নই কাগজের ঘুড়ি,
তবু তোমার সুতোয় বাঁধা পড়ে তোমার আকাশেই উড়ি।
মানুষ বলে যাকে-আমি সে তো হই,  
তবু যেনো মনে হয়, তুমি বিনে আমি কিছু নই!
কী কারণে কোন বলে করলে এমন?
পুরনো সেই আমি আজ হয়েছি কেমন!
তোমাতেই ধ্যান-জ্ঞান, সবকিছু সাধা,
তোমার মধ্যে আমি পড়ে গেছি বাঁধা।  
কাকেইবা বলবো বলো এই ভাগ্যের পরিহাস!    
যাকে বাসি এতো ভালো, সেই বানালো মোরে ক্রীড়নক, ক্রীতদাস!